সরকারী নির্দেশ অমান‍্য করে ত্রিপুরার বাজারে বাজারে ভীড় : কড়া পদক্ষেপ পুলিশের

24th May 2020 অনান‍্য
সরকারী নির্দেশ অমান‍্য করে ত্রিপুরার বাজারে বাজারে ভীড় : কড়া পদক্ষেপ পুলিশের


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  লকডাউনের চতুর্থ পর্যায়ে এসে ত্রিপুরাতে বিশেষ করে উত্তর জেলায় সাধারণ মানুষ মানতে নারাজ।  উত্তর জেলার কদমতলা এবং চুরাইবাড়িতে আসন্ন ঈদ উপলক্ষে  বাজার চলছে। তাতে প্রশাসনিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মানুষের অবাধ বিচরণ। আর তাতে সামাজিক দূরত্ব, মাক্স ব্যবহার ঐ সব প্রশাসনিক নিয়ম ভুলেই গেছেন।আর তখনই জেলার প্রশাসন নড়েচড়ে বসেছে।জেলার পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী, জেলাশাসক রেবেল হেমেন্দ্রকুমার, কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক, ধর্মনগর মহকুমা শাসক এবং কদমতলা ও চুড়াইবাড়ি থানার ওসিদ্বয় কদমতলা ও চুড়াইবাড়ি বাজারের   ক্রেতা-বিক্রেতা, টুকটুক চালক সকলকে সামাজিক দূরত্ব ও মাক্স ব্যবহার না করার জন্য আইনানুযায়ী ফাইন করেন। প্রায় শতাধিক নিয়ম ভঙ্গকারিকে একশত টাকা করে ফাইন আদায় করা হয়। তাছাড়াও ওই এলাকার বাসিন্দা যারা বহি রাজ্য থেকে নিজ বাড়িতে এসেছে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারাও যাতে বাজারে বাহির না হন সেদিকে নজর দেন প্রশাসনিক কর্তারা। তাদের প্রাথমিকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে বলে জানান জেলাশাসক।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।